
নাটোরের গুরুদাসপুরে উচ্চশব্দে গান বাজিয়ে ডিজে পার্টির উদ্দেশ্যে যাওয়ার পথে ৫৭ জন কিশোরকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার সকালে উপজেলার খুবজীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা সবাই পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের বাসিন্দা।
জানা যায়, চলনবিলের নৌকায় উঠে ডিজে পার্টি করার উদ্দেশ্যে মিনিট্রাকে উচ্চশব্দে গান বাজিয়ে ধানাইদহ থেকে গুরুদাসপুরের বিলসা এলাকায় যাচ্ছিল ওই কিশোররা। এসময় খুবজীপুর-বিলসা সড়কে টহলরত সেনাবাহিনী তাদের গতিরোধ করে। তল্লাশী চালিয়ে ৭ জন কিশোরের কাছ থেকে ৪ লিটার বাংলা মদ, ১ লিটার ভটকা, ৩শ গ্রাম গাজা, গাজা সেবনের বিভিন্ন উপকরণসহ ৪০ প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের আটক করে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৫০ জন কিশোরকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে। বাকি ৭ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Comments