Image description

জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং ‘জুলাই সনদ ও ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে গাজীপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই দ্রোহ মিছিল’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টায় জয়দেবপুর বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে শিববাড়ি মোড় অতিক্রম করে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে কাফনে মোড়ানো চার-পাঁচটি প্রতীকী লাশ, রক্তাক্ত ও আহত বেশ কয়েকজন কর্মী, ব্যানার, পোস্টার ও প্রতিবাদী ফেস্টুন বহন করা হয়, যা পথচারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও আবেগের সৃষ্টি করে।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইয়ুবী।

জেলা সভাপতি ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ইসমাইল পাঠানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরও বক্তব্য দেন, মহানগর সেক্রেটারি মো. জাকির হোসেন, সাবেক জেলা সভাপতি সাদেকুজ্জামান খান ও আব্দুল বাছেদ মোল্লা।

নেতারা বলেন, জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে রক্তাক্ত ও শোকাবহ এক অধ্যায়। এ মাসে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের ঋণ আজও শোধ হয়নি। হত্যাকাণ্ডের বিচার না হওয়া যেমন জাতির জন্য লজ্জাজনক, তেমনি এটি প্রমাণ করে—ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। তবে ইসলামী ছাত্রশিবির জীবিত থাকতে আর কোনো গণহত্যা চলতে দেওয়া হবে না।

বক্তারা আরও বলেন, কাফনে মোড়ানো প্রতীকী লাশের এই মিছিল আমাদের প্রতিবাদের প্রতীক, ন্যায়বিচারের দাবির প্রতিধ্বনি। এখন সময় এসেছে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের, এটি সময়ের দাবি, ইতিহাসের অনিবার্য পরিণতি।