
নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের এক নেতাকে আশ্রয় দেওয়ার অভিযোগে স্থানীয় তাঁতী দলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা তাঁতী দলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারাদেশ জারি করা হয়।
বহিষ্কৃত নেতা মোহাম্মদ সৈকত হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি।
এর আগে বৃহস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামের সৈকতের বাড়ি থেকে সন্দীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন আটক হন। আটক আলাউদ্দিন বেদন সন্দীপ পৌরসভার ৩নং ওয়ার্ডের হরিষপুর গ্রামের বাসিন্দা। তাঁতী দল নেতা সৈকত ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন সম্পর্কে শ্যালক-দুলাভাই।
হাতিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জোড়খালী গ্রামের কালাম হাজির বাড়ি থেকে আলাউদ্দিনকে আটক করা হয়। এ সময় তার কাছে ১০টি ককটেল পাওয়া যায়। আলাউদ্দিন দীর্ঘদিন ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন।
এ বিষয়ে জেলা তাঁতী দলের আহ্বায়ক ইকবাল করিম সোহেল বলেন, "সৈকতের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। বিষয়টি আমরা শুনেছি। দলীয় শৃঙ্খলা পরিপন্থী এই কাজে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।"
Comments