ধ্বংসের মুখে ময়মনসিংহের ঐতিহাসিক 'লোহার কুটির', সংরক্ষণের দাবিতে মানববন্ধন

দেড়শ বছরের প্রাচীন ও ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ ময়মনসিংহের ঐতিহাসিক স্থাপনা 'লোহার কুটির' সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে বসুন্ধরা শুভসংঘ। বুধবার (৩০ জুলাই) দুপুরে নগরীর বাতির কল সড়কে অবস্থিত এই স্থাপনার সামনে আয়োজিত এই কর্মসূচি থেকে দ্রুত সময়ের মধ্যে ভবনটির সংস্কার করে ধ্বংসের হাত থেকে রক্ষার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ময়মনসিংহ শহরের হাতেগোনা কয়েকটি ঐতিহ্যবাহী স্থাপনার মধ্যে আলেকজান্ডার ক্যাসেল বা লোহার কুটির অন্যতম। সরকারি তথ্যমতে, ১৮৭৯ সালে লোহা ও কাঠ দিয়ে নির্মিত এই দোতলা ভবনটি একসময় ছিল শহরের প্রাণ। ব্রহ্মপুত্র নদের পাশে অবস্থিত এই নান্দনিক স্থাপনাটি পরিদর্শন করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, লর্ড কার্জনসহ অসংখ্য গুণীজন। অথচ দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না হওয়ায় ভবনটি এখন ধ্বংসের মুখে। এর অনেক অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে।
বক্তারা আরও জানান, ২০০৮ সালে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে এই স্থাপনাটি গেলেও এখন পর্যন্ত এর উন্নয়নে কোনো কাজ করা হয়নি। ফলে অযত্ন-অবহেলায় ভবনটি তার জৌলুস হারাচ্ছে এবং যেকোনো মুহূর্তে ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ময়মনসিংহের প্রথিতযশা সিনিয়র সাংবাদিক ও দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক নিয়ামুল কবীর সজল, সমাজকর্মী লীলা রায়, শেখ বাহার মজুমদার, বিশিষ্ট শিক্ষক ও প্রত্নতত্ত্ব গবেষক স্বপন ধর, নারী নেত্রী সৈয়দা সেলিমা আজাদ, ফাহমিদা ইয়াসমীন রুনা, মনিরা বেগম অনু, মরিয়ম বেগম ময়না প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে ফারুক হোসাইন, আব্দুল কাদের চৌধুরী মুন্না, মোনালিসা, শানু, পুষ্পিতা, সপতর্ষি, বসুন্ধরা শুভসংঘের কর্মী সৈয়দ মুবিন, নিজাম উদ্দিন সৌরভ, জিয়াদ হাসান, নাহিদ ফেরদৌস খান, ফারজানা মুন, টিটু, স্বচ্ছ দে, নাবিলা আখতার, মিটুন, খাদিজা আক্তার অপি, মোমতেহানা, বৃষ্টি রানী, নাইম, আনিতুর রহমান, মনীষা, বিবেক, তানভীর, পুষ্পিতা, আব্দুল্লাহসহ নগরীর বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন।
Comments