মুরাদনগরে সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে জেলা পুলিশের সংবাদ বর্জনের ঘোষণা

কুমিল্লার মুরাদনগর উপজেলায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে জেলার সকল সাংবাদিক সংগঠন কুমিল্লা জেলা পুলিশের সকল প্রকার সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গণে এক সমাবেশ ও মানববন্ধনে তারা এই ঘোষণা দেন। কুমিল্লায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এতে অংশ নেন।
এর আগে গত ৩০ জুলাই বিকেলে মুরাদনগর আল্লাহু চত্বরে বিএনপি ও এনসিপি'র মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ছয়জন সাংবাদিক হামলার শিকার হন এবং তাদের ক্যামেরা-মোবাইলসহ সরঞ্জাম ভাঙচুর করা হয়।
হামলায় আহত সাংবাদিকরা হলেন—দৈনিক খোলা কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি শাহ ইমরান, স্টার নিউজের কুমিল্লা প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ, বার্তা২৪-এর কুমিল্লা প্রতিনিধি মঈন নাসের খাঁন রাফি, দৈনিক পূর্বাভাষের প্রতিনিধি হাবিবুর রহমান মুন্না, এশিয়ান টিভির প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ, এবং এসএ টিভির ক্যামেরাম্যান মো. বাপ্পি।
এদিকে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে স্টার নিউজের কুমিল্লা প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফকে লোহার রড দিয়ে আঘাত করতে দেখা যায়। এই ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সিনিয়র সাংবাদিক ওমর ফারুকী তাপসসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে, রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, নিজেদের উগ্র নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে ভবিষ্যতে তাদের কোনো সংবাদ প্রচার করা হবে না।
Comments