Image description

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে টিকটক ভিডিও বানানোর সময় আটক ৮ শিশুসহ ১২ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

শনিবার (২৬ জুলাই) তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এ সময় আদালত ৮ জন শিশুকে গাজীপুর শিশু কিশোর উন্নয়ন কেন্দ্র ও বাকি চারজনকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর কালাইয়ের দোকান এলাকা থেকে ওই ১২ জনকে আটক করা হয়।

আটকরা হলেন- ইয়াছিন আরাফাত, আব্দুল করিম, আবু হাছনাইন বিজয়, সাইফুল ইসলাম, আব্দুর রহমান, আরাফাত হোসেন, আশরাফুল জামাল, ফোরকান, মো. ইকবাল, আশিকুল ইসলাম, শরিফুল ইসলাম ও আকিবুল ইসলাম আকিব।

এ ঘটনায় কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর ৬ (২),৮, ৯, ১০ ধারায় মামলা করেন।

এদিকে , শনিবার বিকেলে গ্রেপ্তারদের মধ্যে সাইফুল ইসলাম, আরাফাত হোসেন মিনহাজ, মো. ফোরকান ও মো. ইকবালকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। অন্যদিকে একই সময় বাকি ৮ আসামিদের চট্টগ্রাম শিশু আদালত -৬ (জেলা ও দায়রা জজ)- এ হাজির করা হলে বিচারক ৮ শিশুকে গাজীপুর শিশু কিশোর উন্নয়নকেন্দ্রে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গ্রেপ্তাররা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। ঘটনার দিন এলাকার কথিত বড় ভাইদের নেতৃত্বে শুক্রবার বিকেল ৩টা ৪০ মিনিটে কর্ণফুলীর খোয়াজনগর ৬ নম্বর ওয়ার্ডের কালাইয়ার দোকান থেকে মৌলভীবাজার এলাকার বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনা করা হয়।

জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ১২ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আব্দুর রহমানের বাবা জাহাঙ্গীর আলম বলেন, আমরা রাতভর থানায় ছিলাম ছেলেদের ছাড়িয়ে নিতে কিন্তু পারিনি। ওরা কোনো রাজনীতি করে না। জয় বাংলা স্লোগান দিয়ে ফানি ভিডিও টিকটক করার দায়ে আমাদের ছেলেদের জেলে পাঠানো হয়েছে।