Image description

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর অভিযোগ করেছেন যে, সদ্য জন্মগ্রহণ করা জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সরকার পৃষ্ঠপোষকতা করছে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদ কর্তৃক আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। তার এই মন্তব্য নতুন রাজনৈতিক দলটির ভূমিকা এবং সরকারের সঙ্গে এর সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে।

নুরুল হক নুর বলেন, সচিবালয়ের মতো সুরক্ষিত এবং স্পর্শকাতর জায়গায় সরকারের প্রশাসন এবং সরকার যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে বাংলাদেশের ১৮ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। এ নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হবে, এটাই তো স্বাভাবিক।

তিনি আরও বলেন, সরকার যদি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয়, তাহলে নির্বাচনের আগে নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে।

এ সময় আওয়ামী লীগকে স্থায়ীভাবে রাজনীতিতে নিষিদ্ধ করারও দাবি জানান তিনি।

কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফয়েজ উল্লাহর সভাপতিত্বে সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, মঞ্জুর মোরশেদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।