
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে আবারও ৫ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (২৫ জুলাই) ভোরে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর আওতাধীন লাতু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার কুমারশাইল নামক স্থান থেকে তাদের আটক করে বিজিবি।
এ নিয়ে বড়লেখা উপজেলা দিয়ে ৩৫৬ জনকে পুশইনের সময় আটক করেছে বিজিবি।
৫২ বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার লাতু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার কুমারশাইল এলাকা দিয়ে ৫ জন বাংলাদেশি নাগরিক ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করাকালীন বিজিবির টহল দল তাদেরকে আটক করে। আটকদের মধ্যে পুরুষ ৪ জন, নারী ১ জন।
আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ২ জন এক সপ্তাহ পূর্বে এবং ৩ জন ৩ থেকে ৫ দিন পূর্বে কাজের উদ্দেশ্যে ব্রাহ্মনবাড়ীয়া, যশোর, ময়মনসিংহ ও মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গমন করেছিলেন। তারা মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, নারায়নগঞ্জ ও রাজশাহী জেলার বাসিন্দা বলে জানা যায়।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে পুশইন হওয়া সবাই বাংলাদেশি নাগরিক। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে সংশ্লিষ্ট থানার হস্তান্তর করা হয়েছে।
বড়লেখা থানার ওসি মাহবুব রহমান মোল্লা শুক্রবার দুপুরে জানান, ভারত থেকে পুশইন হওয়া ৫ বাংলাদেশিকে সকালে থানায় হস্তান্তর করেছে বিজিবি। ৫ জনের মধ্যে ২ জন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। বাকিদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে।
Comments