Image description

বগুড়ার শিবগঞ্জে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা শাশুড়ীকে রাস্তায় ফেলে দিয়ে কৌশলে পালিয়ে গেছে পুত্রবধূ। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মোকামতলা বন্দর এলাকার এমএইচ স্কুলের সামনে একটি রাস্তায় ওই বৃদ্ধাকে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে পৌঁছিয়ে দেন।

উদ্ধার বৃদ্ধার নাম জহুরা বেগম (৬০)। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার তারাকান্দা গ্রামের জুলহাসের স্ত্রী। বর্তমান তিনি বগুড়ার টিএমএসএস বৃদ্ধাশ্রমে আছেন।

পুলিশ জানায়, বৃদ্ধার কথা অনুযায়ী বিভিন্নভাবে চেষ্টা করেও তার পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে রাত সাড়ে ৮টার দিকে ওই বৃদ্ধাকে শিবগঞ্জ থানায় হেফাজতে রাখা হয়।

জহুরা বেগম অস্পষ্ট ভাষায় জানান, তার ছেলের স্ত্রী মিনারা বেগম কৌশল করে মোকামতলা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। বৃদ্ধার ছেলের নাম জয়নাল। পুত্রবধুর বাড়ি রংপুরে।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, 'বৃদ্ধা জহুরা ভালোভাবে কিছু বলতে পারছেনা। জহুরা মানসিকভাবে বিকারগ্রস্ত। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বৃদ্ধাকে বগুড়া টিএমএসএস বৃদ্ধাশ্রমে পাঠানো হয়েছে।'