
জয়পুরহাটের ক্ষেতলালে বজ্রপাতে জসিম উদ্দিন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে ক্ষেতলাল উপজেলার সুলতানপুর পশ্চিম মাঠের ছকরতলী নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের আনিছুল হকের ছেলে।
জানা গেছে, জসিম উদ্দিন আরও পাঁচজন শ্রমিকের সঙ্গে গাইবান্ধা থেকে ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের জিয়ার বাড়িতে এসেছিলেন। তারা সেখানে বিভিন্ন গ্রামের কৃষি শ্রমিক হিসেবে কাজ করছিলেন। ঘটনার সময় জসিমসহ ছয়জন শ্রমিক সুলতানপুর পশ্চিম মাঠের ছকরতলী এলাকায় আমন ধান রোপণের কাজ করছিলেন। বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা কাজ বন্ধ করে নিরাপদ আশ্রয়ে যাচ্ছিলেন। সে সময় আবারও বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই জসিম উদ্দিন মারা যান।
খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থল থেকে জসিম উদ্দিনের মরদেহ উদ্ধার করে।
ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহত জসিম উদ্দিনের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Comments