Image description

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দুই বছরের মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর মা নিজেও আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ওই গ্রামের কৃষক সাহাবুদ্দিন মাঝির স্ত্রী তসলিমা বেগম এবং তাদের মেয়ে মিতু।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাহাবুদ্দিনের বড় মেয়ের তিন বছর আগে বিয়ে হয়েছিল। কিন্তু স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে সে বেশ কিছুদিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছিল। এ নিয়ে পরিবারে অশান্তি চলছিল।

এরই মধ্যে, তসলিমা বেগম তাদের বসতঘরের পাশে ধানক্ষেতে গিয়ে প্রথমে মেয়ে মিতুকে বিষ খাইয়ে হত্যা করেন। এরপর তিনি নিজেও বিষপান করেন। বিষয়টি দেখে আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, মা ও মেয়ের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।