Image description

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী মেহেনাজ আক্তার হুমাইরা (৮) জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৯টায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া-রাজাবাড়ি ইউনিয়নের নিজ গ্রামের গাবলের বাজার নামক মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। 

এসময় সখীপুর-বাসাইল আসনের জামায়াতে ইসলামের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মু.ছবুর রেজাসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ উক্ত জানাজায় অংশ গ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

মেহেনাজ আক্তার হুমাইরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাবা মো.দেলোয়ার হোসেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক। গত রাতে তার লাশ নিজ বাড়িতে পৌঁছলে স্বজনদের আহাজারিতে আকাশ ভারি হয়ে ওঠে।

নিহত হুমাইরার বাবা মো. দেলোয়ার হোসেনের প্রশ্ন স্কুল এরিয়াতে প্রশিক্ষণ বিমান কেন? আমার মেয়েসহ অসংখ্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক হত্যার দায় কে নেবে? তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার দাবি করেন।