গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ

গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার।
নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসাইন মোল্লা, নারায়ণগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূইয়া, নারায়ণগঞ্জ জেলার সহকারী সেক্রেটারি ও মিডিয়া বিভাগের পরিচালক আবু সাঈদ মুন্নাসহ প্রমুখ।
গোপালগঞ্জে এনসিপি নেতা কর্মীদের উপরে আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসরদের চালানো হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বক্তারা। তারা বলেন, আগামীতে যদি কোন ফ্যাসিস্ট এরকম দুঃসাহস দেখায় তাহলে এদেশের ছাত্র-জনতা তাদেরকে কঠিনভাবে প্রতিহত করবে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতাকর্মীরা ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-সিলেট মাহসড়কে বিক্ষোভ মিছিল করেন।
Comments