মাহমুদার জীবন বাঁচাতে প্রধান উপদেষ্টার কাছে সাহায্যের আবেদন

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” – এই কথা যেন মিথ্যে হয়ে যাচ্ছে শিক্ষক নুর মোহাম্মদের কাছে। স্ত্রী মাহমুদা খাতুনের (৩৬) দুটি কিডনি বিকল হওয়ায় চিকিৎসার খরচ মেটাতে তিনি সর্বস্ব হারিয়েছেন। পাঁচ বছর ধরে চলা চিকিৎসা এখন অর্থাভাবে বন্ধের পথে। দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়ার এই পরিবারটি এখন ঋণে জর্জরিত। নুর মোহাম্মদ ও মাহমুদার পিতা মৌলভী হাফিজ উদ্দিন প্রধান উপদেষ্টা ও সমাজের বিত্তবানদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন।
জানা গেছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে মাহমুদার চিকিৎসা চলছে। প্রতি মাসে ডায়ালাইসিসের জন্য প্রয়োজন প্রায় ৩০ হাজার টাকা, কিন্তু অর্থের অভাবে এটি বন্ধের উপক্রম।
চণ্ডিগড় উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক নুর মোহাম্মদ জানান, “সহায়-সম্বল বিক্রি করে এতদিন চিকিৎসা চালিয়েছি, কিন্তু এখন আর পারছি না। কিডনিরোগ বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান স্যার জানিয়েছেন, বর্তমানে তার দুটি কিডনিই বিকল অবস্থায় রয়েছে। এই মুহুর্তে দেশের বাইরে কিডনি প্রতিস্থাপন (ট্রান্সপ্রান্ট) ছাড়া স্ত্রীকে বাঁচানোর কোন উপায় নাই। এতে প্রায় ৩০ লাখ টাকা ব্যয় হবে। স্ত্রীকে বাঁচাতে বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন সহ সমাজে বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমি প্রধান উপদেষ্টা ও সরকারী দপ্তরগুলোর সহযোগিতাও কামনা করি।
নুর মোহাম্মদ ও মৌলভী হাফিজ উদ্দিন সরকারি-বেসরকারি সহায়তা এবং সমাজের সামর্থ্যবানদের কাছে মাহমুদার জীবন বাঁচাতে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ: ০১৯১৮৫৬৭৫৩০ (মাহমুদার পিতা)।
Comments