
চট্টগ্রামের আনোয়ারায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ টাকাসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ছয়টায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম রেঞ্জারের বাড়ির পুকুর ঘাট থেকে এসব উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আব্দুল মজিদ(৪২) বরুমচড়া ইউনিয়নের একই এলাকার মৃত হাজী মুসলিম আহমদ চৌধুরীর পুত্র।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন নিশ্চিত করেছেন যে, অভিযানকালে পুকুর ঘাটের নিচ থেকে তুরস্কের তৈরি একটি একনলা বন্দুক, একটি এলজি, ৮ পিস কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় মো. আব্দুল মজিদ নামে ওই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, আব্দুল মজিদ দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে অস্ত্র সংগ্রহ করে এবং নিজের বাড়িতে অস্ত্র তৈরির সরঞ্জাম এনে অবৈধভাবে অস্ত্র তৈরি করে তা বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায়।
ওসি মো. মনির হোসেন জানান, আব্দুল মজিদ তার এই অবৈধ কার্যক্রমের ওপর নজর রাখতে বাড়ির চারপাশে সিসি ক্যামেরা স্থাপন করেছিলেন। এমনকি যে স্থানে অস্ত্রগুলো লুকিয়ে রেখেছিলেন, সেখানেও ক্যামেরা বসিয়েছিলেন। এছাড়াও, উদ্ধারকৃত অস্ত্র ও অস্ত্র তৈরির সকল সরঞ্জামের ছবি নিজের মোবাইলে সংরক্ষণ করে রেখেছিলেন।
ওসি আরও বলেন, আটককৃত আব্দুল মজিদ চট্টগ্রাম শহরে ব্যবসা করেন এবং এই ব্যবসার আড়ালে তিনি অস্ত্র তৈরি ও সরবরাহের কাজ করতেন। তার বিরুদ্ধে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
Comments