Image description

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি এবং 'জুলাই পদযাত্রা' কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ বৃহস্পতিবার রাজবাড়ী সফরে যাচ্ছেন। কর্মসূচি অনুযায়ী, এদিন জেলা শহরে একটি পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পদযাত্রা শেষে ১ নম্বর রেলগেট শহীদ স্মৃতি চত্বরে একটি পথসভা আয়োজিত হবে। এ কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে তাসনিম জারা লেখেন, ‘রাজবাড়ী আমার শ্বশুরবাড়ি, মানে আমারও বাড়ি। ঢাকার পরে এখানেই আমার সবচেয়ে বেশি স্মৃতি জমে আছে। পদ্মার নৌকায় ইলিশ কিনেছি, বরাট বাজার থেকে গোদার বাজার ঘুরেছি মোটরসাইকেলে, দৌলতদিয়া থেকে কিনেছি নদীর টাটকা মাছ। নির্মল মিষ্টান্ন ভান্ডারের চমচম এখনো ভুলতে পারি না।’ তিনি আরও যোগ করেন, ‘এবার ফিরছি আরেক রকম ভালোবাসা নিয়ে। জুলাই অভ্যুত্থানের নেতাদের সঙ্গে নিয়ে। ১৭ জুলাই, বিকেল ৪টায় আমাদের পদযাত্রা পৌঁছাবে রাজবাড়ী রেলগেটে।’

এনসিপি নেত্রীর এই পোস্টে আজ দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৮৬ হাজার লাইক, প্রায় ৪ হাজারের বেশি মন্তব্য জমা হয়।

এদিকে এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে রাজবাড়ীতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। পদযাত্রা ঘিরে জেলার প্রতিটি উপজেলায় প্রচারণা চালানো হচ্ছে, সাঁটানো হচ্ছে এনসিপির নেতাদের সম্মিলিত ছবিসহ ফেস্টুন-পোস্টার। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও চলছে প্রচার।

এনসিপির এই কর্মসূচি উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাড়তি নজরদারি করা হচ্ছে। এ প্রসঙ্গে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব প্রথম আলোকে বলেন, এনসিপি ছাড়াও ওই দিন আরেকটি রাজনৈতিক দলের (যুবদল) কর্মসূচি আছে। শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি যাতে সম্পন্ন হয়, এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়তি নজরদারি রাখবে।