Image description

কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে বিদেশী অস্ত্র, ফেন্সিডিল ও গাঁজাসহ মোঃ আব্দুস সালাম (৪৮) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক হয়েছে। রবিবার (১৩ জুলাই) আনুমানিক রাত আনুমানিক আড়াইটার দিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মোহাম্মদপুর মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত মাদক ব্যবসায়ী দৌলতপুর থানার মোহাম্মদপুর গ্রামের ইনসাফ নগর এলাকার মৃত মোওলা বক্সের ছেলে। 

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমানের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা ঠোটারপাড়া বিওপির এলাকায় মাদকবিরোধী এক অভিযান পরিচালনা করে। অভিযানকালে মোহাম্মদপুর মাঠ এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ আব্দুস সালামকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, ভারতীয় ফেন্সিডিল ১০০ বোতল, গাাঁজা ৫.৭ কেজি এবং ২টি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য এক লক্ষ তিরাশি হাজার তিনশত পঞ্চাশ টাকা। পরে তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।