Image description

মাগুরা সদর উপজেলার রামনগর ঢাল ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুস সাত্তার নামে এক ভ্যানচালক ও রেশমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাস ও ভ্যানের ১০ যাত্রী।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরা সদরের রামনগর ঢাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক আবদুস সাত্তার মাগুরা সদর উপজেলার গৌরিচরণপুর গ্রামের আওয়াল হোসেনের ছেলে ও রেশমা খাতুন মাগুরা সদর উপজেলার দোড়ামোথনা গ্রামের আনিচুর রহমানের স্ত্রী।  

মাগুরা হাইওয়ে পুলিশের এসআই আলমগীর কবির জানান, বেলা সাড়ে ১১টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরা সদরের রামনগর ঢাল ব্রিজ এলাকায় চুয়াড়াঙ্গা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস বিপরীতমুখী একটি যাত্রীবাহী ভ্যানকে সাইড দিতে যায়। এ সময় ভ্যানটির সঙ্গে বাসের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আব্দুস সাত্তার নিহত হন। বিকেলে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রেশমা খাতুন মারা যান। আহত হন বাস ও ভ্যানে থাকা ১০ যাত্রী। এ ব্যাপারে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।