Image description

কুমিল্লায় ইনজেকশনের দাম বেশি রাখায় ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৩ জুলাই) দুপুরে কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

জানা গেছে, রাজগঞ্জ মোড়ে সাহা মেডিকেল হলে অসুস্থ শিশুর জন্য ঔষুধ কিনতে আসেন মুহাম্মদ রাসেল নামের একজন ভোক্তা। তার কাছে একটি ৯ টাকা মূল্যের ইনজেকশন ৮০ টাকা বিক্রি করে দোকানটির কর্মচারীরা। ওই ভোক্তা থেকে দাম বেশি নেওয়ায় অভিযোগ তুলে ধরে শনিবার বিকেলে ওই দোকানে যোগাযোগ করলে তারা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ভুক্তভোগী মুহাম্মদ রাসেল কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থিত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী রাসেলের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার দুপুরে সাহা মেডিকেল হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা অভিযান পরিচালনা করেন। অভিযানে ভুক্তভোগী’র অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সাহা মেডিকেল হলের কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক কাউছার মিয়া মানবকন্ঠের প্রতিবেদককে জানান, জেলা প্রশাসকের দিক নির্দেশনায় ঔষধের মান ও দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার নিয়মিত মাঠে কাজ করে যাচ্ছে। ঔষধের গায়ে যে মূল্য রয়েছে তার থেকে অধিক মূল্য রাখার অপরাধে সাহা মেডিকেল হল'কে জরিমানা করা হয়। কোন ফার্মেসী ভোক্তাদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় করলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে সাংবাদিকদের ভুক্তভোগী মুহাম্মদ রাসেল বলেন-আমার বাচ্চা অসুস্থ হওয়ায় ডাক্তার প্রেসক্রিশনে ডেক্সট্রোজ ইনজেকশনসহ অন্যান্য ঔষধ লিখেন। আমি ডেক্সট্রোজ ইনজেকশনসহ অন্যান্য ঔষধ ক্রয় করার জন্য রাজগঞ্জে অবস্থিত সাহা মেডিকেল হলে যাই। সাহা মেডিকেল থেকে ক্রয়কৃত সব গুলো ঔষধের দাম ঠিক রাখলেও ডেক্সট্রোজ ইনজেকশনের দাম ৯ টাকার বিপরীতে ৮০ টাকা রাখেন। এতে আমি প্রতারণার শিকার হয়ে ভোক্তা অধিকার কুমিল্লার নিকট অভিযোগ দায়ের করি এবং অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেন। 

অভিযান পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারী পরিদর্শক আবুল কালম আজাদসহ জেলা পুলিশের বিশেষ টিম।