এসএসসি পরীক্ষায় দেশে ২য় ও রাজশাহী বোর্ডে ১ম শিবগঞ্জের স্বর্ণালী

এবার এসএসসি পরীক্ষায় দেশসেরার তালিকায় স্বর্নালী আক্তার দৃষ্টি। পরীক্ষায় ১২৮৩ নম্বর পেয়ে দেশের মধ্যে ২য় স্থান অর্জন করছেন তিনি। দেশের মধ্যে ২য় স্থান অর্জনের পাশাপাশি ১ম স্থান অর্জন করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডে। তার এই গৌরবে এলাকায় আলোড়ন সৃষ্টি করে প্রশংসায় ভাসছেন দৃষ্টি।
স্বর্নালী আক্তার দৃষ্টি বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষীকোলা গ্রামের দেলোয়ার হোসেন ও রাবেয়া সুলতানা দম্পতির মেয়ে। দেলোয়ার হোসেন পেশায় একজন কৃষক এবং রাবেয়া সুলতানা গৃহিণী। স্বর্নালী আক্তার দৃষ্টি দুই ভাই বোনের মধ্যে দ্বিতীয়।
দৃষ্টি এবছর বগুড়া বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় ১২৮৩ নম্বর পেয়ে দেশের মধ্যে ২য় ও রাজশাহী বোর্ডে ১ম স্থান অর্জন করেছেন। তার এই কৃতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। অভিনন্দন জানাতে বাড়িতে মিষ্টি নিয়ে ভিড় করছেন বিভিন্ন উৎসুক মহল। বাড়িতে গিয়ে উৎসাহ-অনুপ্রেরণা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
এদিকে দৃষ্টির এই গর্বিত অর্জনের খবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে এই মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তার নেতাকর্মীদের। পরে শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি ওই শিক্ষার্থীর বাড়িতে যান। এসময় তারা দৃষ্টির পরিবারকে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা ও দলের পক্ষ থেকে সহায়তার প্রতিশ্রুতি দেন।
Comments