Image description

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ আরেক শিক্ষার্থী আসিফ আহমেদের (২২) মরদেহ। বুধবার(৯ জুলাই) ভোরে স্থানীয়রা কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়ার নাজিরার টেক সৈকতে মরদেহটি দেখতে পেয়ে উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

আসিফ বগুড়া জেলার রফিকুল ইসলামের ছেলে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

গতকাল মঙ্গলবার কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে গোসল করতে নেমে আসিফসহ তিন বন্ধু স্রোতের টানে ভেসে গিয়েছিল। এর কিছুক্ষণ পরই কে এম সাদনান রহমান সাবাব (২১) নামের এক শিক্ষার্থীর লাশ সৈকতে ভেসে আসে। এই একই ঘটনায় অরিত্র হাসান (২২) নামের আরও এক শিক্ষার্থী এখনও নিখোঁজ রয়েছেন।

কক্সবাজার বিচ কর্মীদের ইনচার্জ মাহবুব জানিয়েছেন, সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে আসিফ আহমেদের মরদেহ সমিতিপাড়া উপকূল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো নিখোঁজ অরিত্র হাসানের মরদেহ পাওয়া যায়নি।