
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাব উদ্দিন শাহীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাকিবের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে এবং সেনাবাহিনী তাকে আটকের পর থানায় সোপর্দ করেছে। পরে একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গত ৯ মে হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ চার নেতাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে সাকিবের বিরুদ্ধে। এই ঘটনায় গত ১১ মে মাহদী হাসান বাদী হয়ে হবিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে সাকিবকে প্রধান আসামি করা হয়।
এর আগে, গত ৬ মে ‘শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা ও মামলা বাণিজ্যের’ অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাকিবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল।
Comments