Image description

লালমনিরহাটের পাটগ্রামে বুধবার রাতে (২ জুলাই) বিএনপি কর্মী আটকের জেরে পুলিশ ও বিএনপি কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনায় রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, "আমাদের পুলিশ সদস্যদের আহত করা হয়েছে। আসামি ছিনিয়ে নেওয়া হয়েছে। সুতরাং দুষ্কৃতিকারীর কোনো দলীয় পরিচয় নেই। সে যে দলেরই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

বৃহস্পতিবার (৩ জুলাই) সংঘর্ষস্থল পরিদর্শনে এসে ডিআইজি এই মন্তব্য করেন। একই সময় তিনি জানান, সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দোষীদের চিহ্নিত করা হবে।

উল্লেখ্য, বুধবার রাতে পাটগ্রাম উপজেলা প্রশাসন চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই কর্মীকে আটক করলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে ৮ জন পুলিশ সদস্য এবং ১৫ জন বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।