Image description

রামগঞ্জে ৫৮ পিস ইয়াবাসহ যুবদল কর্মী ফয়সাল হোসেন বাবলু (৩৮) কে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত ২টায় রামগঞ্জ উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের নান্দিয়ারা গ্রামের ফকির মোহাম্মদ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা।

পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হলে আজ বুধবার দুপুরে আদালতে মাধ্যমে তাকে কারাগারের প্রেরন করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, আটককৃত ফয়সাল হোসেন বাবুল ২০২৪ সালের সনের ৫ আগষ্টের আগে যুবলীগের রাজনীতির সাথে সক্রিয় ভূমিকায় অংশগ্রহণ করেছে। বর্তমানে একটি মহলের ছত্রছায়ায় যুবদলের ব্যানার পোষ্টারে সক্রিয় রয়েছে। ফয়সাল হোসেন বাবলু উপজেলার নান্দিয়ারা গ্রামের মফিজুল হকের ছেলে।

এলাকাবাসী আরো জানান, ফয়সাল হোসেন বাবুল দীর্ঘসময় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও বিএনপির কিছু অংশ তাকে যুবদল নেতা দাবী করে আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, ফয়সাল হোসেন বাবলুকে ৫৮ পিস ইয়াবাসহ বাংলাদেশ সেনাবাহিনী আটক করে রামগঞ্জ থানায় সোপর্দ করে। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।