Image description

চট্টগ্রামে নতুন করে আরও পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জনে। বুধবার (২ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো ২৪ ঘণ্টার সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নগরের শেভরন ডায়াগনস্টিক সেন্টারে মোট ১৬১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচজনের রিপোর্ট পজিটিভ আসে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত জুন মাসের শুরু থেকেই চট্টগ্রামে করোনা সংক্রমণের হার বাড়তে শুরু করেছে। এরপর থেকে এ পর্যন্ত জেলায় মোট ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে অন্তত সাতজন মারা গেছেন। সর্বশেষ গত ২৭ জুন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালেহা বেগম (৫৮) নামে এক নারীর মৃত্যু হয় ।