
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের হরিণহাটি এলাকায় আতিকুর রহমান আকন্দ (৪৫) নামে এক ইলেকট্রিক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। তবে স্বজনদের দাবি তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে।
সোমবার দুপুরে হরিণহাটি এলাকা মমতাজ উদ্দিন মার্কেটর আহসান মিয়ার কেরাম বোডের দোকান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত ওই ব্যক্তি হলেন, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পশ্চিম কাটি গ্রামের ইউসুফ আকন্দের ছেলে। তিনি হরিণহাটি এলাকার ফেদু মাতব্বরের বহুতল ভবনের দোতলায় স্ত্রী সন্তানকে নিয়ে ভাড়া থাকেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুই বছর আগে হরিনহাটি এলাকার আহসানের সাথে পাটনার হিসেবে দুজনে ইলেকট্রিক মালামাল এর ব্যবসা শুরু করেন। এর এক বছর পর দুজনেই ব্যবসায় ক্ষতিগ্রস্ত হন। এদিকে আহসান এর কাছে চার লাখ টাকা পায় আতিকুর। কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ায় টাকা না দেয়া রোববার রাতে পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এদিকে পাওনা টাকা না পেয়ে বাসায় চলে যায়। পরে রাতের দুইটার দিকে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে আসেন আতিকুর। পরে সকাল সাড়ে এগারোটার সময় স্থানীয়রা দেখতে পায় আহসানের ক্যারামের দোকানে আতিকুরের ঝুলন্ত লাশ। পরে বিষয়টি আতিকুর পরিবার ও পুলিশকে জানায়। পরে পুলিশ দুপুরে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে নিহত পরিবারের সদস্যদের দাবি আতিকুর কে মেরে ওখানে ঝুলিয়ে রাখা হয়েছে। এদিকে আশেপাশের দোকানের সিসি ক্যামেরায় আহসান ও আতিকুরের একসাথে যাতায়াতের ভিডিও পাওয়া গেছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করছেন।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments