Image description

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপত্র নদে নৌকা ডুবে শাপলা বেগম (১৪) নামে এক মাদ্রাসাছাত্রী মারা গেছে। একই ঘটনায় নিখোঁজ রয়েছে মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থী। মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলা দত্তেরবাজার খেয়াঘট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাপলা কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের নাম মাঈনুদ্দীনের মেয়ে। সে বিরই নদীর পাড় দাখিল মাদ্রাসার নবম শ্রেণিতে পড়তো।

নিখোঁজেরা হলেন, ওই গ্রামের মতাজ উদ্দিনের ছেলে জুবায়ের (৭) ও হাবিব মিয়া ছেলে আরিফ (৭)। নিখোঁজ দুই শিশু গফরগাঁওয়ে বিরই নদীর এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।

পাগলা থানার ওসি ফেরদৌস আলম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।