Image description

সিরাজগঞ্জের চৌহালীতে কৃষক তারা মিয়াকে (৬৫) শ্বাসরোধে হত্যার পর তিনটি গরু লুটের ঘটনায় শফিকুল ইসলাম ওরফে শফি ডাকাত (৬০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে টাঙ্গাইল জেলার যমুনার চরাঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য ও সিরাজগঞ্জ সদর উপজেলার বড় কয়ড়া গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (২৭ মে) বিকেল ৫ টার দিকে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কৃষককে শ্বাসরোধে হত্যার পর তিনটি গরু লুটে নেয়ার ঘটনায় শফি নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতিসহ মোট সাতটি মামলা রয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। সেই সঙ্গে গরু উদ্ধারসহ বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

এরআগে ২০ মে রাত সাড়ে ১২ টা থেকে ২টার মধ্যে উপজেলার ঘোড়যান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়া চরে অস্থায়ী ঘর বানিয়ে চাষাবাদ ও গরু পালন করা কৃষক তারা মিয়াকে হত্যার পর তিনটি গরু লুট করে নিয়ে যায় অজ্ঞাত ডাকাত দলের সদস্যরা। পরে এ ঘটনায় নিহতের পরিবার অজ্ঞাতপরিচয় ১০-১২ জনের নামে একটি হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন।