Image description

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যমুনার মাঠ সংলগ্ন জিকে ক্যানালের পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।  বৃহস্পতিবার(২২ মে) সকালে জামজামী ও ডাউকী ইউনিয়নের মধ্যবর্তী যমুনার মাঠে স্থানীয় কৃষকরা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা অজ্ঞাত ব্যক্তি আনুমানিক ৪০-৪৫ বছর বয়সী। 

স্থানীয়রা জানান, জিকে সেচ প্রকল্পের ক্যানালের পাশে পড়ে থাকা মরদেহের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং মরদেহ পচন ধরতে শুরু করেছে। কয়েকদিন আগেই এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে ধারণা তাদের।

আলমডাঙ্গা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান পিপিএম সাংবাদিকদের জানান, স্থানীয় জনগণের সংবাদের ভিত্তিতে তারা ঘটনাস্থলে এসেছেন। এখন পর্যন্ত  মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ শনাক্তের জন্য পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) ও সিআইডিকে (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) খবর দেওয়া হয়েছে।