
মাগুরায় সিগারেট চাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর ছুরিকাঘাতে হাসান শেখ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৮ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাগুরা সদর উপজেলার আলোকদিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এ সময় অন্তত আরও তিনজন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আলোকদিয়া গ্রামের রিপন ও রাজিবের মধ্যে সিগারেট চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এ সময় রিপনের লোকজন রাজীবদের বাড়িতে এলে রাজিবের ভাই আলামিন ছুরি দিয়ে হাসান শেখ, পাঞ্জু শেখ, মিজান শেখ ও শিপন শেখের বুকে ও পেটে ছুরিকাঘাত করে।
তাদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলে হাসান শেখকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়া আহত বাকি তিনজনকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতককে ধরতে অভিযান চলছে। মাগুরা থানায় মামলা হয়েছে।’
Comments