
সাভারের আশুলিয়ায় পার্কিং করা লাব্বাইক পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ড হয়েছে। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের এক ইউনিটের প্রায় ত্রিশ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
রোববার রাত ১১টা ৫০ মিনিটে আশুলিয়ার নতুন ডিইপিজেডের সামনে পার্কিংরত ওই বাসে অগ্নিকাণ্ড হয়। এতে কোনো হতাহত হয়নি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান গণমাদধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছুড়ে ফেলা বিড়ি-সিড়ারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাসটি সড়কের পাশে রেখে চালক ও সহকারী কয়েল কেনার জন্য গিয়েছিলেন। তারা ফিরে এসে বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন। পরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে বিষয়টি জানানো হলে ডিইপিজেড ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
Comments