
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের বিপরীতে পদ্মা নদীর চরের কিনারে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার রাত আটটার দিকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লাশটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের বিপরীতে নদীর বালুচরের ধারে ভেসে ছিল। ওই ব্যক্তির বয়স ৪০ থেকে ৪৫ বছর। বেলা ১১টার দিকে কয়েকজন জেলে নদীতে মাছ ধরার সময় প্রথম লাশটি ভাসতে দেখেন। তবে কেউ বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানাননি। পরে সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন নৌফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশের ধারণা, শুক্রবার বিকেলের দিকে ঝড়ের সময় ফেরি বা লঞ্চ থেকে পড়ে গিয়ে ওই ব্যক্তি মারা যেতে পারেন। তবে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল শনিবার রাত ১০টার দিকে এসে ফিঙ্গারপ্রিন্ট মেলানোর চেষ্টা করে ব্যর্থ হয়। রোববার ফরিদপুর থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল আসার কথা আছে। তারা প্রযুক্তিগতভাবে পরিচয় শনাক্তের চেষ্টা করবে। এরপর লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা গণমাধ্যমকে বলেন, রাত আটটার দিকে স্থানীয় মানুষের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদনে দেখা যায়, নিহত ব্যক্তির পরনে ছিল হাফহাতা চেক শার্ট, শেওলা-কালো ফুলপ্যান্ট ও পায়ে ছিল বেল্টসহ স্যান্ডেল। প্যান্টের পকেটে পাওয়া গেছে ৪৫০ টাকা।
Comments