Image description

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর গ্রামের একটি ধানক্ষেতে বার্মিজ প্রজাতির একটি অজগর সাপ দেখতে পায় স্থানীয়রা। পরে বন বিভাগকে খবর দিলে তারা এসে সাপটিকে গহীন বনে অবমুক্ত করেছে।

শনিবার রাতে রাংটিয়া রেঞ্জের আওতাধীন গহীন বনে সাপটি অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের রাংটিয়া সদর বিট অফিসার মো. শাহজাহান।

স্থানীয়রা জানায়, বিকেলে ধানক্ষেতে কাজ করার সময় হঠাৎ একটি অজগর সাপ দেখতে পান স্থানীয় কৃষকরা। পরে দ্রুত বন বিভাগে খবর দিলে রাংটিয়া রেঞ্জের অধীনস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে সতর্কভাবে উদ্ধার করেন।

বিট অফিসার মো. শাহজাহান বলেন, অজগরটি মানুষের জন্য খুব বেশি বিপজ্জনক নয়। তবে সাপটি সংরক্ষিত বন্যপ্রাণী এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাপটির নিরাপত্তার কথা মাথায় রেখে গভীর ও নিরাপদ বনে অবমুক্ত করা হয়েছে।

সাধারণ মানুষের মধ্যে সচেতনতা থাকলে ও বন বিভাগের সঙ্গে দ্রুত যোগাযোগ করলে এদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। অজগর প্রজাতির সাপগুলো পরিবেশের খাদ্যচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।