Image description

পাবনায় বাবুল শেখ ওরফে লগা বাবু (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বিজয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত বাবুল শেখ ওই গ্রামের হোসেন শেখের ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সদস্য। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বিজয়রামপুর গ্রামের একটি বাজারে চায়ের দোকানে প্রতি রাতে কলা-বিস্কুট খেতেন বাবুল শেখ। তবে সোমবার রাতে ওই দোকানে গেলেও তিনি কলা-বিস্কুট খাননি। রাত ১টার দিকে সেখান থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন।

কিছুদূর যেতেই একটি আমবাগানের পাশে দুর্বৃত্তরা তাকে চাপাতি দিয়ে মুখ কোপানো শুরু করে। পরে পিঠে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন বাবুলকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি আব্দুস সালাম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পাবনা জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিহত বাবুল শেখ চরমপন্থি নেতা ছিলেন। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় দুটি ও আতাইকুলা থানায় একটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।