
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পশ্চিম সুন্দরবনের গভীরে ফেলে যাওয়া ৭৮ বাংলাদেশিকে উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার গভীর রাতে তাদের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধারকৃতদের মধ্যে বেশ কয়েকজনের শরীরে নির্যাতনের চিহ্ন দেখা গেছে।
বন বিভাগের তথ্য অনুযায়ী, শুক্রবার ভোরে বিএসএফ কয়েকটি স্পিডবোটে করে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মান্দারবাড়িয়া চরে ওই ৭৮ জনকে ফেলে রেখে যায়। এরপর বন বিভাগের সদস্যরা তাদের উদ্ধার করে মান্দারবাড়িয়া ক্যাম্পে নিয়ে আসেন।
বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান জানান, উদ্ধারকৃত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই অসুস্থ। কয়েকজন দীর্ঘসময় না খেয়ে থাকায় শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। একজনের হাত ভেঙে গেছে। কয়েকজনের শরীরে মারধরের স্পষ্ট চিহ্ন রয়েছে।
এসিএফ মশিউর রহমান বলেন, বিষয়টি জানার পর আমরা খাবার, স্যালাইন ও বিশুদ্ধ পানি নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেয়ার পর রাত ১১টার দিকে তাদের কোস্টগার্ডের কাকা-দোবেকী ক্যাম্পে হস্তান্তর করা হয়।
হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আতিকুর রহমান। তিনি জানিয়েছেন, উদ্ধারকৃতদের মোংলা কোস্টগার্ড সদর দফতরে পাঠানো হবে।
বন বিভাগের ভাষ্যমতে, উদ্ধার হওয়া ব্যক্তিরা খুলনা বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের অধিকাংশই কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখানকার বিভিন্ন এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
Comments