Image description

গত দু’দিন ধরে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন। শুক্রবার(৯ মে) বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমের সর্বোচ্চ। এর আগে বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এবং সেদিনও এটি দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল।

রিকশাচালক হামিদুল রহমান জানান, রোদের তাপে রিকশা চালাতে খুব কষ্ট হচ্ছে এবং ঘন ঘন বিশ্রাম নিতে হচ্ছে। শহরের মুদি ব্যবসায়ী আলী হোসেন বলেন, গরমে ফ্যানের বাতাসও যেন গরম লাগছে। শিশুরা রাতে ভ্যাপসা গরমে ছটফট করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে লোকজনের চলাচল কমে গেছে।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ২৪ শতাংশ। এই পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণকে দিনের বেলায় বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।