Image description

খুলনার কয়রায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় মুখোশধারী ডাকাত দল ব্যবসায়ীকে বেঁধে রেখে নগদ ৮৫ হাজার টাকা ও প্রায় সাড়ে চার লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।  মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আমাদী ইউনিয়নের মসজিদকুড় গ্রামে ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী রুহুল কুদ্দুস সরদার জানান, রাতে তিনি বাড়িতে একা ছিলেন। এ সময় কালো কাপড় পরিহিত পাঁচ থেকে সাতজনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে তাকে জিম্মি করে ফেলে। এরপর তার হাত-পা বেঁধে ঘরে থাকা নগদ ৮৫ হাজার টাকা ও আনুমানিক সাড়ে চার লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

রুহুল কুদ্দুস আরও জানান, তার বাড়িটি ফাঁকা জায়গায় অবস্থিত এবং ঘটনার রাতে বাড়িতে আর কেউ ছিল না। সম্ভবত এই সুযোগে ডাকাত দল হানা দেয়। ডাকাতরা তাকে সারা রাত বেঁধে রেখে যায়। সকালে স্থানীয় লোকজন এসে তার বাঁধন খুলে দেয়। তিনি ডাকাত দলের সদস্যদের চিনতে পারেননি বলেও জানান।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। এ ব্যাপারে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি, তবে ভুক্তভোগী পরিবার আসবেন বলে শুনেছি।’