Image description

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সুবর্ণগ্রাম পার্ক এন্ড রিসোর্টে এই সভাটি আয়োজিত হয়।

রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জি. এম. গোলাম ফারুক খোকন, সানাউল্লাহ ভূইয়া, নুরুনবী ভূইয়া, মফিকুল ইসলাম খান, মতিন ভূইয়া, গোলজার হোসেন, মোশারফ মোল্লা, শামীম ভূইয়া এবং বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু আগামীতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, বিএনপি কখনো সংঘাত ও বিশৃঙ্খলার রাজনীতি করে না। কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে তাদের কোনো ছাড় দেয়া হবে না।

তিনি আরও বলেন, অতি সন্নিকটে জাতীয় নির্বাচন। এই প্রেক্ষাপটে দলকে সুসংগঠিত করার জন্য স্থানীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা করেন। দীর্ঘ চার মাস পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু রূপগঞ্জে অবৈধ অস্ত্রের বিস্তারের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, রূপগঞ্জে সবচেয়ে বেশি অস্ত্র রয়েছে অথচ প্রশাসন কোনো নজর রাখছে না। এই পরিস্থিতিতে তারা ঐক্যবদ্ধভাবে পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর কাছে লিখিত আবেদন জানাবেন এবং অস্ত্র উদ্ধার না হলে প্রয়োজনে রাস্তাঘাট বন্ধ করে আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সভায় অন্যান্য বক্তারাও দলকে শক্তিশালী করতে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পুরো সভা জুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তাদের অবিচল আস্থা পুনর্ব্যক্ত করেন।