Image description

রাজবাড়ী সদর উপজেলায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় গুঞ্জনা বেগম (৫০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ধুঞ্চি এলাকায় পদ্মা নদীর বেড়িবাঁধ সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত গুঞ্জনা বেগম ধুঞ্চি গ্রামের আব্দুস সালাম মন্ডলের স্ত্রী। ঘটনার পরপরই স্থানীয়রা মোটরসাইকেল চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গুঞ্জনা বেগম তার বাড়ির সামনে পদ্মা নদীর বেড়িবাঁধের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আটক মোটরসাইকেল চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।