Image description

কুষ্টিয়ার কুমারখালীতে বজ্রপাতে জহুরুল ইসলাম (৫০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের সূলতান গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহুরুল ইসলাম সূলতান গ্রামের মৃত চয়ন উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল ইসলাম বাড়ির কাছে পদ্মা নদীর চরে ধান চাষ করেছিলেন। সকালে ধান কেটে রাখার পর দুপুরে বৃষ্টি শুরু হলে তিনি পলিথিন দিয়ে ধান ঢাকতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাঠে কাজ করার সময় বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।