Image description

সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়কাপন ভায়া দোয়ারাবাজারে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে চলমান কপলা-শ্রীপুর সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ শেষ হওয়ার আগেই সড়কের পিচ হাতের টানে উঠে যাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে রোববার বিকেলে পান্ডারগাঁও ইউনিয়নবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসী অবিলম্বে সড়ক সংস্কার কাজ সঠিকভাবে করার দাবি জানিয়েছেন এবং অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। একইসঙ্গে, স্থানীয় সরকার অধিদপ্তর (এলজিইডি)-এর দায়সারা ভাবের তীব্র সমালোচনা করে স্থানীয় প্রকৌশলীকে দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন থেকে দোয়াবাজারের পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুর পর্যন্ত বিস্তৃত এই জনগুরুত্বপূর্ণ সড়কটি দুটি উপজেলার অন্তত ৩০টি গ্রামের হাজার হাজার মানুষের চলাচলের প্রধান মাধ্যম। দীর্ঘদিন ধরে বেহাল দশায় থাকার পর সম্প্রতি এলজিইডি প্রায় ২১ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় এবং ‘মেসার্স সালেহ এন্ড ব্রাদার্স’ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়।

তবে কাজ শুরুর এক মাসের মধ্যেই ঠিকাদারের বিরুদ্ধে ব্লক ও গার্ডওয়াল নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। পিচ ঢালাইয়ের আগেই গার্ডওয়াল ও ব্লকে ফাটল দেখা যায় এবং অনেক জায়গায় সেগুলো ভেঙেও গেছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের লোকজন সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার না করেই পিচ ঢালাইয়ের কাজ সম্পন্ন করেছেন।

সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন অংশের পিচ উঠে গেছে এবং কিছু স্থানে বৃষ্টির পানি জমে রয়েছে। রাস্তার পাশে এলোমেলোভাবে ফেলে রাখা হয়েছে ব্লক। এমনকি বাঁশের লাঠি দিয়ে সামান্য খোঁচা দিলেই ঢালাইয়ের টুকরোগুলো উঠে আসছে। গার্ডওয়াল নির্মাণেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

পান্ডারগাঁও এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুল মানিক বলেন, "এখানে সড়ক সংস্কারের নামে দুর্নীতির মহোৎসব চলছে। এতো নিম্নমানের কাজ আগে কখনো দেখিনি।"

হাজী কনু মিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি সবুজ মিয়া অভিযোগ করেন, অনিয়মের প্রতিবাদ করায় ঠিকাদার উল্টো প্রতিবাদকারীদের চাঁদাবাজির মামলায় হয়রানি করার হুমকি দিয়েছে। 

হরিপথনগর গ্রামের হাফিজ আমিন উদ্দিন জানান, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে কাজ শেষ হওয়ার আগেই সড়কের পিচ উঠে যাচ্ছে।

দারুল হেলা মাদ্রাসার শিক্ষক নুরুজ্জামান খাঁন হুঁশিয়ারি দিয়ে বলেন, ঠিকাদার সঠিকভাবে কাজ না করলে তারা আন্দোলনের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেবেন। 

পান্ডারগাঁও ইউপি সদস্য আলী হোসেন বলেন, শ্রীপুরবাজার সড়কের প্রায় ৮ কিলোমিটার সংস্কারে নিম্নমানের পাথর ও বিটুমিন ব্যবহার করা হয়েছে এবং এলজিইডি কর্তৃপক্ষের তদারকির অভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এসব অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স সালেহ এন্ড ব্রাদার্স’-এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানের প্রতিনিধি ফয়সল আহমদ কাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, সড়কের কিছু অংশে ফাটল ও পিচ উঠে যাওয়ার বিষয়টি তারা দ্রুত মেরামত করে দেবেন।

দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ বলেন, "কাজ তো এরকম হওয়ার কথা না। আমরা কাজের তদারকি করেছি। ত্রুটি থাকলে ঠিকাদারকে মেরামত করে দিতে বলা হবে।"