Image description

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মৃত এক আওয়ামী লীগ নেতা বাবুল আক্তারসহ ২২১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মৃতের পরিবার ও স্থানীয়রা চরম ক্ষোভ ও বিব্রতবোধ করছেন।

মৃত বাবুল আক্তার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ডাকুঁনী গ্রামের বাসিন্দা এবং আব্দুল জলিল মিয়ার ছেলে।

জানা গেছে, আওয়ামী লীগ নেতা বাবুল আক্তার গত ১৫ এপ্রিল অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার জানাজায় দলমত নির্বিশেষে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কিন্তু মৃত্যুর চার দিন পর, ১৯ এপ্রিল বিস্ফোরক আইনে দায়ের করা এক মামলায় বাবুল আক্তারের নাম ১৫৫ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়। মামলাটি (নং ৩৭, তারিখ ১৯/০৪/২০২৫) করেন গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বেড়ামালঞ্চা গ্রামের আজাদুল ইসলাম।

পরিবারের সদস্যরা বলছেন, এমন দায়িত্বজ্ঞানহীন ঘটনা তাদের মর্মাহত করেছে এবং মরহুমের সম্মানের প্রতি চরম অবহেলা প্রদর্শিত হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, "শুনেছি তিনি মারা গেছেন, তবে বিষয়টি যাচাই চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।"