
চলতি এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষা ভালো না হওয়ায় কেন্দ্রের আসবাব ভাঙচুর ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা। সোমবার দুপুরে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে পরীক্ষা শুরু হয় কেন্দ্রটিতে। পরীক্ষা শেষে হঠাৎ একদল পরীক্ষার্থী কেন্দ্রের সামনে হট্টগোল শুরু করে। একপর্যায়ে পরীক্ষাকেন্দ্রের জানালার কাঁচ ভাঙচুর করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
জানতে চাইলে রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. কবির হোসেন সরকার বলেন, পরীক্ষা খারাপ হওয়ার কারণে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীরা ভাঙচুর করেছে। সেখানে পরীক্ষা শেষে তারা কয়েকটি বেঞ্চ ও জানালার কাঁচ ভাঙচুর করে। তবে এতে কেউ আহত হয়নি।
এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যারা ভাঙচুর করেছে তাদের শনাক্ত করা হবে। একই সঙ্গে তাদের অভিভাবকদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্র সচিবকে বলা হয়েছে।
Comments