Image description

বাংলাদেশের রাজশাহী অঞ্চলে ও ভারতের পশ্চিমবঙ্গে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৮ এপ্রিল) রাত ৮টা ৫ মিনিটে এ ভূমিকম্প হয়।

অ্যান্ড্রোয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গের উত্তমপুরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। হালকা ভূমিকম্প হওয়ায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আশিক নামের রাজশাহী সদরের এক বাসিন্দা জানিয়েছেন,  তিনি খুবই হালকা কাঁপুনি অনুভব করেছেন। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্প হওয়ার বিষয়টি বুঝতে পারেননি। 

আবহাওয়া দপ্তরের ঢাকা অফিসের ওয়্যালেস অপারেটর জহিরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ভূমিকম্পের ব্যাপারে তারা এখনো কিছু জানতে পারেননি। 

ভারতীয় পরিচিত সংবাদমাধ্যমগুলোতেও এ ভূমিকম্পের কোনো খবর এখন পর্যন্ত দেখা যায়নি।

মানবকণ্ঠ/এআই