Image description

মুন্সিগঞ্জের গজারিয়ায় নিখোঁজের দুই দিন পর মেঘনা নদী থেকে বিল্লাল নামের এক যুবকের ভাসামান মরদহ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (২৮ এপ্রিল) সকাল আটটার দিকে মেঘনা নদীর মুন্সিগঞ্জের গজারিয়া অংশের ইমামপুর ইউনিয়নের চর কালীপুরা এলাকায় ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ। 

নিহত বিল্লাল হোসেন (৩৩) উপজেলার ইমামপুর ইউনিয়নের চরকালিপুরা বেরুমোল্লা কান্দি গ্রামের মো আব্বাস উদ্দিনের ছেলে। সে গত শুক্রবার (২৭ এপ্রিল) সন্ধ্যার পর নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের ঘটনায় শনিবার বিকালে গজারিয়া থানায় জিডি করেন তার স্ত্রী খায়রুন নেসা লাকী। 

নিহতের স্ত্রী জানায়, বিল্লাল হোসেন পেশায় একজন জেলে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় মাছ ধরার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয় বিল্লাল। এরপর থেকে তার কোনো খবর ছিল না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করে তারা। ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 


মানবকণ্ঠ/এফআই