Image description

দেশের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় নতুন চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ বলী। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত বলী খেলার ১১৫তম আসরের ফাইনালে মুখোমুখি হয় কুমিল্লার বাঘা শরীফ ও রাশেদ। ফাইনালে প্রায় ১১ মিনিট লাড়াইয়ের পর বাঘা শরীফের কাছে হার মানেন রাশেদ।

দুই বলী মোহাম্মদ রাশেদ এবং বাঘা শরীফ সেমিফাইনাল টপকে ফাইনালে আজ কুস্তি লড়েছেন একে অপরের বিরুদ্ধে। দফায় দফায় ১১ মিনিট শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর স্বেচ্ছায় হার মানেন রাশেদ। বিজয়ী ঘোষণা করা হয় বাঘা শরীফকে। সেই অনুযায়ী দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ রাশেদ এবং তৃতীয় খাগড়াছড়ির সৃজন চাকমা। 

গতবারের চ্যাম্পিয়ন শাহজালাল বলি স্বেচ্ছায় দুই শিষ্যকে এবারের বলি খেলায় ছেড়ে দিয়েছেন। তারা হলেন, রাশেদ এবং বাঘা শরীফ। তারাই খেললেন এবারের ফাইনাল। বাঘা শরীফের বাড়ি কুমিল্লার হোমনা থানার মহিপুর গ্রামে এবং রাশেদের বাড়ী চট্টগ্রামের সীতাকুণ্ডে। 

ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৫তম আসর শুরু আগেই দর্শকদের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে লালদীঘির ময়দান।  বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে বলীখেলার ১১৫তম আসর উদ্বোধন করেন অতিথিরা। বেলুন উড়িয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা উদ্বোধন হয়েছে। এবারের বলি খেলায় মোট ৮৪ জন বলী অংশ নেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। উদ্বোধক চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলীখেলার স্পন্সর প্রতিষ্ঠান এনএইচটি স্পোর্টস কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর।


মানবকণ্ঠ/এফআই