Image description

ঢাকার ধামরাইয়ে মাছ ধরতে গিয়ে আবুল কাশেম (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো: শহিদুল ইসলাম। এ ঘটনায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের নওগাঁও কিশোরী নগর এলাকায় ঘটনাটি ঘটেছে। 

নিহত আবুল কাশেম সমেজ উদ্দিনের ছেলে। আবুল কাশেম মৃত্যু কালে স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে যান।

ঘটনাস্থলে উপস্থিত শামীম আহমেদ জানান, বালিথা গ্রামের নিহত আবুল কাশেমের (৪৬) ছেলে সহ আমরা ৪ জন মাছ ধরতে গিয়েছিলাম। বৃষ্টির সময় বজ্রপাতের প্রচন্ড শব্দে আমরা জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পরে দেখি আবুল কাশেম অজ্ঞান অবস্থায় পড়ে আছে। পরে লোকজন ডেকে তাকে হাসপাতালে নিলে দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সাবেক ইউপি মেম্বার মোঃ শহিদুল ইসলাম বলেন, আবুল কাশেম মাছ ধরার জন্য কিশোরী নগর এলাকায় পুকুর সেচতে গিয়েছিলেন। সেখানেই বজ্রপাতে মারাত্মক আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের উপার্জনের একমাত্র ব্যক্তিকে হারিয়ে আবুল কাশেমের পরিবারে চলছে শোকের কান্না। আবুল স্থানীয় একটি ব্যাটারী কারখানায় কাজ করতো বলে জানা যায়।

মানবকণ্ঠ/আরএইচটি