Image description

ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে জংশন থেকে যশোরের রূপদিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেল ১২০ কিলোমিটার গতির পরীক্ষামূলক ট্রেন। আজ শনিবার (৩০ মার্চ) সকাল ৮:৫৫ মিনিটের দিকে পরীক্ষামূলক ট্রেনটি যশোরের রূপদিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। ভাঙ্গা থেকে যশোরের রূপদিয়ার দূরত্ব ৮৭ কিলোমিটার। 

ভাঙ্গা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, এ ট্রায়াল ট্রেনে চালকের দ্বায়িত্ব পালন করছেন মো. সাখাওয়াত হোসেন। পরিচালকের দ্বায়িত্বে রয়েছেন তাপস কুমার বিশ্বাস। ৮৭ দশমিক ৩২ কিলোমিটারের এই পথে ট্রেনটি ১২০ কিলোমিটার সর্বোচ্চ গতিতে চলানো হবে।

পরীক্ষামূলক ট্রেনের লোকো মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, পরীক্ষামূলক যাত্রায় আমরা প্রথমে ২টি মালবাহী বগি এবং দুইটি ইঞ্জিন নিয়ে যাত্রা শুরু করেছি। দুপুর ১২টায় ফিরে এসে আবার পাঁচটি যাত্রীবাহী বগি এবং দুইটি ইঞ্জিন নিয়ে পুনরায় যশোরের রূপদিয়ার উদ্দেশ্যে যাত্রা করবো।

ভাঙ্গা রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সাকিবুর রহমান বলেন, সকাল ৮:৫৫ মিনিটে পরীক্ষামূলক ট্রেনটি যশোরের রূপদিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রথমে মালবাহী বগি নিয়ে রওনা দেয়। আবার ফিরে এসে পাঁচটি যাত্রীবাহী বগি নিয়ে বারোটার দিকে যাত্রা শুরু করবে। আজ মোট চারবার পরীক্ষামূলক ট্রেনটি ভাংগা থেকে যশোর পর্যন্ত যাতায়াত করবে।

পরীক্ষামূলক ট্রেন চালু হওয়ায় ভাঙ্গায় আনন্দের বন্যা বইছে। সকল শ্রেণী পেশার মানুষ খুশি। তারা প্রত্যাশা করেন, খুব তাড়াতাড়ি ট্রেনে ভাঙ্গা থেকে নড়াইল হয়ে যশোর যেতে পারবেন। এতে সময় সাশ্রয় হবে এবং ভাড়াও কম হবে।


মানবকণ্ঠ/এফআই