Image description

রাজধানীর ধানমন্ডিতে প্রাইভেট কারের ধাক্কায় চার নারীর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম তানিয়া আক্তার, যিনি রনি চৌধুরীর স্ত্রী। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত সোমবার সকালে ধানমন্ডির ৪ নম্বর সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তুলনামূলক ফাঁকা সড়ক দিয়ে চার নারী পাশাপাশি হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি প্রাইভেট কার তাঁদের ধাক্কা দেয়। এতে একজন গাড়ির নিচে চাপা পড়েন এবং বাকিরা ছিটকে পড়েন।

অধিকতর মর্মান্তিকভাবে, গাড়িটি থামার পর চালকের পাশের সিটে থাকা ব্যক্তি চালকের আসনে বসে গাড়িটি ব্যাক গিয়ারে নিয়ে পড়ে থাকা এক নারীকে আরও দুইবার চাপা দেন। গুরুতর আহত তানিয়া আক্তারকে উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আহত অন্য তিন নারীও একই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং তাঁরা বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও ধানমন্ডি থানা-পুলিশ প্রাইভেট কারটি শনাক্ত করতে পারেনি। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা গণমাধ্যমকে জানান, “এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি, তাই আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। নিহত তানিয়া আক্তারের পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়নি।”

পুলিশ নিহতের বিস্তারিত পরিচয় প্রকাশ করতে পারেনি। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে, এবং দায়ীদের শাস্তির দাবি উঠেছে।