
রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা একটি মিছিল থেকে এই হামলা চালান। একপর্যায়ে তারা কার্যালয়ে আগুন ধরিয়ে দেন।
এদিকে হামলার আধা ঘণ্টা পর সেখানে পুলিশ আসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান থেকে পানি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। এতে উত্তেজিত জনতা আরও বেপরোয়া হয়ে উঠছে। পুলিশ আস্তে আস্তে জাপার কার্যালয় থেকে বিক্ষুদ্ধদের সরিয়ে সেখানে অবস্থান নিয়েছে।
জলকামান থেকে পানি দিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে পুলিশ।
হামলার তথ্যটি নিশ্চিত করেন রমনা থাকার কর্তব্যরত কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক মো সাজ্জাদ। তিনি বলেন, সন্ধ্যার পরপর কাকরাইলে জাতীয় পার্টির অফিসের সামনে কিছু লোকজন জড়ো হয়েছে। পরে তাদের মধ্য থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্র্রণের চেষ্টা করছে।
এর আগে, গত ৩১ আগস্টও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। তখন পুলিশ ঘটনাস্থলে এসে জলকামান ব্যবহার করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং আগুন নেভাতে সাহায্য করে।
Comments